মিউনিখ সেন্টারে গোপনীয়তা এবং
নিরাপত্তা ইঞ্জিনিয়ারিং
-এর জন্য গ্রহণ করা পদক্ষেপ।

GSEC মিউনিখ হল ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত Google-এর গোপনীয়তা এবং নিরাপত্তা ইঞ্জিনিয়ারিংয়ের বিশ্বব্যাপী কেন্দ্র। ২০১৯ সালে প্রতিষ্ঠিত, যেখানে ৩০০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার এমন প্রোডাক্ট এবং টুল তৈরি করার জন্য কাজ করে যা অনলাইনে ব্যক্তিদের সর্বত্র নিরাপদ রাখতে এবং তাদের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

GSEC মিউনিখের তরফ থেকে উদ্যোগ সম্পর্কে আরও তথ্য।

GSEC মিউনিখ এমন প্রোডাক্ট এবং টুল তৈরি করে যা লক্ষ লক্ষ মানুষকে অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করে। এই সহজ-ব্যবহারযোগ্য নিয়ন্ত্রণ, অন্তর্নির্মিত নিরাপত্তা এবং ওপেন সোর্স প্রযুক্তি সকলের জন্য সর্বোত্তম গোপনীয়তা এবং নিরাপত্তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।

পাসওয়ার্ড ম্যানেজার

আপনার পাসওয়ার্ড ম্যানেজ করার নিরাপদ উপায়

আমাদের পাসওয়ার্ড ম্যানেজার, Chrome, Android এবং iOS-এ Chrome-এ আগে থেকেই থাকে, যা অনলাইনে আপনার সমস্ত অ্যাকাউন্টকে সুরক্ষিত করার একটি নিরাপদ উপায়। Google-এর অটোমেটিক সুরক্ষা, আপনার সেভ করা পাসওয়ার্ডকে ২৪/৭ সুরক্ষিত রাখে এবং আমরা যদি কোনও সাইটে বা অ্যাপে আপনার সেভ করা পাসওয়ার্ড চুরি যাওয়ার বা হ্যাক হওয়ার কথা জানতে পারি তাহলে আমরা আপনাকে সঙ্গে সঙ্গে তা জানাই। এছাড়াও, কোনো নতুন সাইটে বা অ্যাপে সাইন-আপ করার সময়, পাসওয়ার্ড ম্যানেজার অটোমেটিক একটি অনন্য জটিল পাসওয়ার্ড তৈরি করতে পারে এবং সেই সঙ্গে আপনি পরের বার লগ-ইন করার সময় এটি অটোমেটিক আপনার জন্য পাসওয়ার্ড পূরণ করে।

GSEC মিউনিখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সাথে
পরিচিত হন।

মিউনিখে অবস্থিত কিন্তু জার্মানি এবং তার বাইরে থেকে আসা, GSEC মিউনিখের ৩০০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার সমগ্র বিশ্বের জন্য একটি নিরাপদ ইন্টারনেটের জন্য কাজ করে।

Werner Unterhofer-এর ফটো

"ব্যবহারকারীরা যাতে তাদের স্বাচ্ছন্দ্য মতো ডেটা সংগ্রহের লেভেলটি বেছে নিতে পারেন তা আমরা নিশ্চিত করি এবং তাদের এমন টুল দিয়ে থাকি যার সাহায্যে তারা চাইলে ডেটা মুছে ফেলতেও পারেন।"

Werner Unterhofer

TECHNICAL PROGRAM MANAGER

ইয়ান-ফিলিপ ওয়েবার

“গোপনীয়তা ও সুরক্ষা আবশ্যিক এবং একান্ত ব্যক্তিগত, এবং দুটিই খুব সহজে করতে পারা উচিৎ।”

Jan-Philipp Weber

SOFTWARE ENGINEER

এলিস বেলামি

“ব্যবহারকারীরা কী ধরণের ডেটা Google-এর সাথে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কতক্ষণ সেই ডেটা শেয়ার করা উপযুক্ত হবে বলে মনে করেন, তার পুরো নিয়ন্ত্রণ আমরা ব্যবহারকারীকে দিয়ে থাকি। প্রত্যক্ষ উপলব্ধি দিয়ে তৈরি ডিজাইন ব্যবহারকারীদেরকে ডেটা ও গোপনীয়তা সংক্রান্ত পছন্দ সহজে খুঁজতে, ব্যবহার করতে ও ম্যানেজ করতে সাহায্য করে।”

Elyse Bellamy

INTERACTION DESIGNER

ইয়োহন আইসিনজার

“আমরা চাই ব্যবহারকারীরা কোনও রকম চিন্তা ছাড়াই তাদের অনলাইন গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয় নিয়ন্ত্রণ করুন। ব্যবহারকারী যখন ইন্টারনেট ব্রাউজ করতে চাইবেন, তখন আমরা নিরাপদ এবং উত্তম ডিফল্ট সেটিংস তাদের হাতে এনে দেব।”

Jochen Eisinger

DIRECTOR OF ENGINEERING

অদ্রে অ্যান

“রিসোর্স অথবা প্রযুক্তিগত দক্ষতা যেমনই হোক না কেন, গোপনীয়তার অধিকার প্রত্যেকেরই আছে। আমাদের লক্ষ্য এমন টুল তৈরি করা যাতে প্রত্যেক ব্যবহারাকারী বেছে নিতে পারেন তিনি কী করতে চান এবং তার জন্য কী ভালো।”

Audrey An

PRODUCT MANAGER

স্যাবিন বোর্সে

“সকলে যাতে নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন এবং ব্রাউজিং ডেটার তথ্য তাদের নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা এবং আমাদের এই লক্ষ্যের ভিত্তি হল, শক্তিশালী ডিফল্ট নিরাপত্তা এবং সহজে ব্যবহার করা যায় এমন গোপনীয়তা ও সুরক্ষা সেটিংস।”

Sabine Borsay

PRODUCT MANAGER

Google Safety Engineering Center কীভাবে কাজ করে

আমরা সারা বিশ্বের মানুষের সাথে কথা বলি এবং অনলাইন নিরাপত্তা নিয়ে তারা কী সমস্যার সম্মুখীন হয় তা বোঝার চেষ্টা করি। আমরা অনলাইন নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি তৈরি করতে আমাদের বিশেষজ্ঞদের দলকে কাজ করার, প্রচার করার এবং সমর্থন করার স্বাধীনতা প্রদান করি।

সাইবার নিরাপত্তায় অগ্রগতি

অন্য কারোর তুলনায় সব থেকে বেশি সংখ্যক মানুষকে আমরা কীভাবে অনলাইনে নিরাপদ রাখি, সেই বিষয়ে আরও জানুন।