আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তার
নীতি।

আমরা এমন গোপনীয়তা তৈরি করি যা সকলের পক্ষে উপযুক্ত। সকলের জন্য বিনামূল্যে উপলভ্য ও সবাই অ্যাক্সেস করতে পারে এমন প্রোডাক্ট ও পরিষেবা তৈরি করার মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষিত করা আমাদের দায়িত্ব। প্রযুক্তির বিকাশ এবং সুরক্ষার প্রয়োজনীয়তার পরিবর্তনের সাথে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রত্যেক ব্যবহারকারীর ডেটা ব্যক্তিগত, সুরক্ষিত ও নিরাপদ রাখতে আমাদের কর্মীরা এবং আমাদের তৈরি প্রসেস ও প্রোডাক্ট এই নীতিগুলি অনুসরণ করে।

1.

আমাদের ব্যবহারকারীদের সন্মান জানানো।
তাদের গোপনীয়তাকে সম্মান করা।

আমরা বিশ্বাস করি যে এই পরিকল্পনাগুলি অবিচ্ছিন্ন। একসাথে, তারা এমন একক ও মূল বিশ্বাসকে সূচিত করে যা প্রথম দিন থেকে আমাদের তৈরি সবকিছুকে প্রভাবিত করেছে এবং আগামীদিনেও করবে। কোনও ব্যক্তি আমাদের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে তথ্য দিয়ে আমাদের বিশ্বাস করলে, তার প্রতি ন্যায়সঙ্গতা দেখানো আমাদের দায়িত্বের মধ্যে পরে। এর অর্থ, কোন ডেটা আমরা ব্যবহার করি, কীভাবে করি এবং কীভাবে তাকে সুরক্ষিত রাখি সে বিষয়ে সবসময় মনোযোগী হওয়া।

2.


কোন কোন ডেটা আমরা সংগ্রহ করি
এবং কেন করি সে সম্পর্কে সুস্পষ্টভাবে জানানো।

কীভাবে Google প্রোডাক্টগুলি ব্যবহার করবেন সে বিষয়ে সকলকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য, কোন ডেটা আমরা সংগ্রহ করি, কীভাবে এবং কেন তা ব্যবহার করি সেটি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। স্বচ্ছতার মানে এই তথ্যকে সহজলভ্য, সহজে বোঝার মত এবং প্রয়োগযোগ্য করা।

3.

অন্যের কাছে আমাদের ব্যবহারকারীর
ব্যক্তিগত তথ্য
কখনও বিক্রি না করা।

Search এবং Maps-এর মতো Google প্রোডাক্টগুলিকে যতটা সম্ভব উপযোগী করে তুলতে আমরা ডেটা ব্যবহার করি। আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতেও আমরা ডেটা ব্যবহার করি। এই বিজ্ঞাপনগুলি আমাদের পরিষেবার জন্য অর্থের যোগান ও বিনামূল্যে সকলকে পরিষেবাগুলি প্রদান করতে সাহায্য করলেও, এটি স্পষ্ট করে জানানো প্রয়োজন যে আমাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কখনই বিক্রি করা হয় না।

4.

ব্যবহারকারীরা যাতে
তাদের গোপনীয়তা সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন তা
সুনিশ্চিত করা।

আমরা জানি যে গোপনীয়তার বিষয়ে সকলের প্রয়োজনীয়তা এক নয়। চালু বা বন্ধ করা যায় এমন ডেটা নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ প্রতিটি Google অ্যাকাউন্ট তৈরি করা হয়, যাতে আমাদের ব্যবহারকারীরা তাদের মতে উপযুক্ত গোপনীয়তা সেটিংস বেছে নিতে পারেন। গোপনীয়তা যে ব্যবহারকারীর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল তা নিশ্চিত করতে প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমাদের গোপনীয়তার নিয়ন্ত্রণগুলিরও পরিবর্তন করা হয়।

5.

সকলকে
ডেটার পর্যালোচনা করা, সরানো
বা মুছে ফেলার ক্ষমতা দেওয়া।

আমরা বিশ্বাস করি যে প্রত্যেক ব্যবহারকারীর শেয়ার করা ব্যক্তিগত তথ্যে তার যেকোনও সময় যেকোনও কারণে অ্যাক্সেস থাকা উচিত। সেজন্য, সকলের পক্ষে তাদের ডেটাকে অ্যাক্সেসের, পর্যালোচনার, ডাউনলোডের, তারা চাইলে অন্য পরিষেবায় সরিয়ে নেওয়ার এবং সম্পূর্ণ মুছে ফেলার সুবিধাকে আরও সহজ করে দিতে আমরা কাজ করি।

6.

আমাদের প্রোডাক্টে সবচেয়ে শক্তিশালী
নিরাপত্তা
প্রযুক্তি
তৈরি করা।

আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার অর্থ তারা যে ডেটা আমাদের বিশ্বাস করে দিয়েছেন তা সুরক্ষিত রাখা। Google-এর প্রতিটি প্রোডাক্ট এবং পরিষেবাকে নিরাপদ রাখতে, বিশ্বের সবচেয়ে উন্নত নিরাপত্তা পরিকাঠামোগুলির মধ্যে একটিকে আমরা তৈরি করি ও কাজে লাগাই। এর অর্থ, আমাদের ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগেই নতুন নতুন অনলাইন হুমকি শনাক্ত ও তার থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে আমাদের বিল্ট-ইন প্রযুক্তিকে ক্রমাগত আরও শক্তিশালী করা।

7.

সকলের জন্য
অনলাইন নিরাপত্তার উন্নতি করতে
দৃষ্টান্ত তৈরি করা।

ব্যবহারকারীদের অনলাইনে নিরাপদ রাখার কাজ Google-এর কাছে এসেই থেমে যায় না – সমগ্র ইন্টারনেট এই বিষয়ে দায়বদ্ধ। আমাদের দ্বারা বর্তমানে ব্যবহৃত বহু নতুন নিরাপত্তা স্ট্যান্ডার্ড Google প্রথম কোম্পানি হিসেবে তৈরি করেছে এবং প্রত্যেকে ব্যবহার করতে পারে এমন নতুন নিরাপত্তা প্রযুক্তি আমরা ক্রমাগত উদ্ভাবন করে থাকি। ইন্টারনেটে নিরাপত্তা ইন্ডাস্ট্রি-ব্যাপী সহযোগিতা দাবি করে, তাই সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের পার্টনার, সংস্থা এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে আমরা আমাদের নিরাপত্তা বিষয়ে শিক্ষা, অভিজ্ঞতা ও টুল শেয়ার করে থাকি।

Google প্রত্যেককে অনলাইনে সুরক্ষিত রাখতে
কীভাবে সাহায্য করে তা দেখুন।