ব্যাকগ্রাউন্ড চেক

Google কীভাবে ইন্টারনেট আরও সুরক্ষিত করছে, সেই সম্পর্কে নেপথ্যের কাহিনী জানুন

Infrastructure

Google বিশ্বের সবথেকে বৃহত্তম এবং সুরক্ষিত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অপারেট করে। পুরো বিশ্ব জুড়ে এর ডেটা সেন্টার রয়েছে এবং সেগুলি সাবমেরিন ফাইবার অপ্টিক কেবলের মাধ্যমে যুক্ত আছে। পুরো সিস্টেম সবসময় মনিটর করা হয়।

Google Play Protect

প্রত্যেক দিন, Play Protect ম্যালওয়্যার ও ভাইরাস মিলিয়ে প্রায় ৫০ বিলিয়ন Android অ্যাপ চেক করে। প্রথমবার টেস্ট তখন হয়, যখন Google Play Store-এ প্রোভাইডার কোনও একটি অ্যাপ আপলোড করার চেষ্টা করে। এবং ব্যবহারকারী অ্যাপ ডাউনলোড বা তাদের ডিভাইসে সেটি ব্যবহার করতে চাইলে Google Play Protect সাহায্য করে। পরিষেবাটি কোনও সম্ভাব্য ক্ষতিকর অ্যাপকে শনাক্ত করলে, Google ব্যবহারকারীকে সতর্ক করে দেয় বা অটোমেটিক অ্যাপটি সরিয়ে দেয়। আরও তথ্যের জন্য, android.com দেখুন।

এনক্রিপশন

Gmail-এর সাহায্যে পাঠানো ইমেল এবং ব্যবহারকারীর ক্লাউডে সেভ করা ফটোগ্রাফ সুরক্ষিত রাখতে, Google HTTPS এবং ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মতো বিভিন্ন ধরনের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। Google-এর সার্চ ইঞ্জিন স্ট্যান্ডার্ড হিসেবে HTTPS প্রোটোকলও ব্যবহার করে।

ডেটা সংক্রান্ত অনুরোধ চেক করা

Google, ব্যবহারকারীর ডেটাতে গোয়েন্দা বিভাগকে বা সরকারি সংস্থাকে সরাসরি অ্যাক্সেস করতে দেয় না। এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির মতই বিশ্বের বাকি দেশগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। কোনও সংস্থা ব্যবহারকারীর ডেটাতে অ্যাক্সেস করার অনুরোধ জানালে, Google সেই অনুরোধ খতিয়ে দেখে এবং সঠিক কারণ ছাড়া অ্যাক্সেসের অনুমতি দেয় না। Google কয়েক বছর ধরে ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করেছে যার মধ্যে ডেটার জন্য অনুরোধও আছে। রিপোর্টগুলি পড়ার জন্য, transparencyreport.google.com দেখুন।

সুরক্ষিতভাবে ইন্টারনেট সার্ফ করা

Google Safe Browsing প্রযুক্তি বিপজ্জনক সাইট এবং ক্ষতি করতে পারে এমন লোকেদের থেকে সুরক্ষিত রাখে। এতে প্রধানত একটি ডেটাবেস থাকে, যার মধ্যে সন্দেহজনক ওয়েবসাইট থাকে। কোনো ব্যবহারকারী এর মধ্যে একটি ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করলে তাকে সতর্ক করে দেওয়া হবে। নতুন করে তৈরি হওয়া ফিশিং কৌশল প্রতিরোধ করতে Google আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করে। আরও জানতে, safebrowsing.google.com দেখুন।

সুরক্ষা সংক্রান্ত ত্রুটি কম করা

প্রতি বছর, Google গবেষণার জন্য – এবং "ত্রুটি শনাক্তকরণ প্রোগ্রামে" লক্ষ লক্ষ ডলার খরচ করে। এগুলি সেইসব আইটি বিশেষজ্ঞদের জন্য পুরস্কার যারা কোম্পানিকে তাদের সুরক্ষা সম্পর্কিত ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। এমনই একজন বিশেষজ্ঞ হলেন উরুগুয়ের ১৮ বছরের এজিকুইল পেরেইরা, যে Google-কে এই ধরনের একাধিক ত্রুটি শনাক্ত করতে সাহায্য করেছে। গত বছর এই ধরনের একটি ত্রুটি শনাক্ত করার জন্য তাকে পুরস্কারস্বরূপ ৩৬,৩৩৭ ডলার দেওয়া হয়েছে।

প্রোজেক্ট জিরো

নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ত্রুটি হ্যাকার এবং ডেটা চোররা খুঁজে পাওয়ার আগেই সেগুলি খুঁজে সমাধান করার জন্য Google-এর সবথেকে ভাল নিরাপত্তা টিম কঠোর পরিশ্রম করে চলেছে। বিশেষজ্ঞরা এইসব ত্রুটিকে “জিরো-ডে ভালনারেবিলিটি” বলে চিহ্নিত করেন তাই এর নাম প্রোজেক্ট জিরো দেওয়া হয়েছে। এই টিম শুধুমাত্র Google পরিষেবার দিকেই নজর রাখে না, তারা প্রতিযোগী সংস্থার পরিষেবার দিকেও নজর রাখে। যাতে তাদের এইসব ত্রুটি সম্পর্কে জানানো যেতে পারে এবং তাদের ব্যবহারকারীদেরও সুরক্ষিত রাখা যেতে পারে। প্রোজেক্ট জিরোর কাজ সম্পর্কে আরও তথ্যের জন্য, googleprojectzero.blogspot.com দেখুন।

আইটি সুবিধা দেওয়া অন্যান্য সংস্থার জন্য সাহায্যের হাত

যাতে Google-এর বাইরেও ইন্টারনেটকে সুরক্ষিত রাখা যায় তার জন্য Google অন্যান্য সংস্থাকে নিজের নিরাপত্তা প্রযুক্তি নিয়মিত বিনামূল্যে দিয়ে থাকে। যেমন, ঝুঁকির সম্ভাবনা খুঁজতে অন্যান্য সংস্থার ডেভেলপাররা ক্লাউড সিকিউরিটি স্ক্যানার ব্যবহার করতে পারবে। Google-এর Safe Browsing প্রযুক্তি Apple-এর Safari ব্রাউজার এবং Mozilla Firefox-ও ব্যবহার করে।

AI-এর সাহায্যে স্প্যাম থেকে সুরক্ষা

Google স্প্যাম থেকে Gmail ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে মেশিন লার্নিং ব্যবহার করে। নিউরাল নেটওয়ার্ক কয়েক কোটি অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় ইমেল বিশ্লেষণ করে সেই প্যাটার্ন শনাক্ত করে, যার সাহায্যে স্প্যাম চিহ্নিত করা যায়। এই পদ্ধতি সফল হয়েছে। এখন, এক হাজার স্প্যাম ইমেলের মধ্যে ব্যবহারকারীর ইনবক্সে স্প্যাম ইমেল প্রায় যায় না বললেই চলে এবং সংখ্যাটি প্রতিদিন ক্রমশ কমছে!

এখান থেকে আরও দেখুন:

safety.google

ইলাস্ট্রেশন: রবার্ট স্যামুয়েল হানসন

সাইবার সুরক্ষা উন্নত করা

বিশ্বের অন্য কারোর তুলনায় আমরা কীভাবে অনলাইনে অনেক বেশি সংখ্যক মানুষকে নিরাপদ রাখি তা জানুন

আরও জানুন