আমাদের গোপনীয়তা সংক্রান্ত নীতি

এমন প্রোডাক্ট তৈরি করা যা গোপনীয়তা রক্ষা করা ও সকলের ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা হয়েছে।

আমরা এমন প্রোডাক্ট তৈরি করি যা গোপনীয়তার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয় এবং যা সকলে ব্যবহার করতে পারেন। এর অর্থ, আমরা কোন ডেটা কীভাবে ব্যবহার করব এবং কীভাবে তা সুরক্ষা করব, তা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি।

ডেটা ব্যক্তিগত ও নিরাপদ রাখা এবং আপনার তথ্যের নিয়ন্ত্রণ আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট, প্রসেস এবং কর্মীদলের উপরে এই নীতিগুলি সর্বদা প্রযোজ্য।

1.

আপনার ব্যক্তিগত তথ্য আমরা কখনও কাউকে বিক্রি করি না

Google-এর প্রোডাক্ট যাতে আপনার প্রয়োজন মতো সহায়তা করতে পারে, তার জন্য আমরা ডেটা ব্যবহার করি। যেমন, আশেপাশে রেস্তোরাঁ খুঁজতে সাহায্য করা বা বাড়ি ফেরার জ্বালানি সাশ্রয়কারী রুট দেখিয়ে দেওয়া।

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতেও আমরা ডেটা ব্যবহার করি। এইসব বিজ্ঞাপনের সাহায্যে আমরা সবাইকে বিনামূল্যে আমাদের প্রোডাক্ট ব্যবহারের সুবিধা দিতে পারি। তবে একইসাথে একথাও বলে রাখা ভাল, যে আমরা বিজ্ঞাপন দেখানো সহ অন্য কোনও উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য কখনওই কাউকে বিক্রি করি না। ব্যক্তিগত তথ্য বিক্রি করা একেবারেই নিষিদ্ধ।

২.

আমরা কোন ডেটা কেন সংগ্রহ করি তা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই

আমরা কোন ডেটা কেন সংগ্রহ করি এবং কীভাবে তা প্রসেস করি, তা আপনাকে জানাতে চাই। এই প্রসঙ্গে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই তথ্য সহজে খুঁজে পাওয়া ও বোঝার ব্যবস্থা আমরা করেছি। এর ফলে আপনি প্রয়োজনীয় তথ্য জেনে তার ভিত্তিতে Google প্রোডাক্ট ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

3.

আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করার কাজটি আমরা আরও সহজ করে দিই

এর অর্থ, আপনি নিজের জন্য উপযুক্ত গোপনীয়তা সেটিংস সহজেই বেছে নিতে পারেন এবং যখন ইচ্ছে তখন Google-এর সাথে শেয়ার করা ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি এই ডেটা পর্যালোচনা করতে, প্রয়োজনমতো ডাউনলোড করে অন্য পরিষেবায় নিয়ে যেতে অথবা সম্পূর্ণ মুছেও ফেলতে পারেন।

4.

আপনার গোপনীয়তা আরও ভালভাবে রক্ষা করার জন্য আমরা আরও কম ডেটা ব্যবহার করি

Drive, Gmail এবং Photos-এর মতো অ্যাপে আপনার তৈরি ও স্টোর করা কন্টেন্ট আমরা বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে কখনও ব্যবহার করি না। এছাড়া, আপনার জন্য প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে স্বাস্থ্য, জাতি, ধর্ম বা যৌন অভিরুচি সংক্রান্ত তথ্যের মতো সংবেদনশীল তথ্যও আমরা একেবারেই ব্যবহার করি না।

পাশাপাশি, Google অ্যাকাউন্টে সাইন-আপ করার সময় ডিফল্ট সেটিং হিসেবে আপনার তথ্য অটোমেটিক মুছে দেওয়া সংক্রান্ত নিয়ন্ত্রণ আমরা চালু রেখেছি। আপনার Google অ্যাকাউন্টের সাথে সংযুক্ত অনলাইন অ্যাক্টিভিটির ডেটা, যেমন আপনি কী সার্চ করেছেন বা দেখেছেন, তা আমরা নিয়মিত ব্যবধানে মুছে দিই।

5.

ডিফল্ট অবস্থায় সুরক্ষিত, এমন প্রোডাক্ট তৈরি করে আমরা আপনাকে নিরাপদ রাখি

আমাদের প্রোডাক্ট ব্যবহার করার সময় আপনি আমাদের উপরে আস্থা রাখেন; এই আস্থার মূল্য দেওয়া আমাদের কর্তব্য। সেই জন্য, আপনার ডেটা সুরক্ষিত রাখতে আমরা পৃথিবীর অন্যতম উন্নত সুরক্ষা পরিকাঠামো ব্যবহার করি।

আমাদের সমস্ত প্রোডাক্ট ডিফল্ট অবস্থাতেই সুরক্ষিত এবং অনলাইনে নিত্য নতুন ঝুঁকির মোকাবিলা করতে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য আমরা ক্রমাগত কাজ করে যাই। প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার আগেই তাদের আটকানো এর মধ্যে অন্যতম।

৬.

আমরা গোপনীয়তা সংক্রান্ত উন্নত প্রযুক্তির উদ্ভাবন করে তা সকলের সাথে শেয়ার করি।

ইন্টারনেট পরিষেবা মুক্ত, ব্যক্তিগত ও নিরাপদ রাখাই আমাদের সমস্ত কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। আপনার অনলাইন নিরাপত্তা শুধু Google-এই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেই তা প্রযোজ্য। ঠিক এই কারণেই আমরা গোপনীয়তা সংক্রান্ত নতুন প্রযুক্তির উদ্ভাবন করি এবং তা সবার কাছে উপলভ্য করে তুলি। আমাদের অভিজ্ঞতা, টুল এবং এই বিষয়ে সংগৃহীত তথ্য আমরা পার্টনার, বিভিন্ন সংগঠন এবং প্রতিযোগীদের সাথে শেয়ার করি, কারণ সবার সহযোগিতা ছাড়া ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

Google প্রত্যেককে অনলাইনে সুরক্ষিত রাখতে
কীভাবে সাহায্য করে তা দেখুন।