আমরা আপনার ব্যক্তিগত
তথ্য গোপন, নিরাপদ ও সুরক্ষিত রাখি।

Google-এ, ইন্ডাস্ট্রির সবচেয়ে উন্নত নিরাপত্তা পরিকাঠামো, দায়িত্বপূর্ণ ডেটা ব্যবহার ও ম্যানেজ করা সংক্রান্ত নীতি এবং আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারেন এমন গোপনীয়তা সম্পর্কিত টুলের সাহায্যে আমরা আপনার গোপনীয়তাকে সম্মান ও রক্ষা করি।

আপনার গোপনীয়তা সুরক্ষিত করার কাজটি
শুরু হয় পৃথিবীর
সবচেয়ে উন্নত নিরাপত্তা ব্যবস্থা
ব্যবহার করে।

বিপদ আপনার কাছে পৌঁছানোর আগেই অটোমেটিক থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এমন বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে, Google প্ল্যাটফর্ম জুড়ে আপনার গোপনীয়তাকে সুরক্ষিত করা হয়েছে।

আরও জানুন

উন্নত এনক্রিপশন আপনার ডেটাকে ট্রানজিটে নিরাপদ রাখে

এনক্রিপশনের সাহায্যে আমাদের পরিষেবার নিরাপত্তা এবং গোপনীয়তার মান অনেক বেড়ে যায়। আপনি যখন কোনও ইমেল পাঠান, ভিডিও শেয়ার করেন, কোনও ওয়েবসাইটে যান অথবা ফটো স্টোর করেন, আপনার এইসব অ্যাক্টিভিটি থেকে তৈরি হওয়া ডেটা আপনার ডিভাইস, Google পরিষেবা এবং আমাদের ডেটা সেন্টারের মধ্যে ঘোরাফেরা করে। HTTPS এবং ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মতো উন্নত এনক্রিপশন প্রযুক্তি সহ বহুস্তরীয় নিরাপত্তার সাহায্যে আমরা এই ডেটা সুরক্ষিত রাখি।

নিরাপত্তা সংক্রান্ত আগাম সতর্কতা আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত করতে সাহায্য করে

সন্দেহজনক লগ-ইন, ক্ষতিকর ওয়েবসাইট, ফাইল বা অ্যাপের মতো এমন কোনও কিছু যদি আমাদের নজরে পড়ে যা আপনার জানা দরকার, সেক্ষেত্রে আমরা সক্রিয় বিজ্ঞপ্তি পাঠিয়ে আরও নিরাপদে থাকার ব্যাপারে আপনাকে সাহায্য করব। আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু শনাক্ত করলে, আমরা আপনার ইনবক্স বা ফোনে সতর্কবার্তা পাঠাব, যাতে একবার-ক্লিক করেই আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে পারেন।

স্বয়ংক্রিয়ভাবে চেনা হয়েছে এবং ব্লক করা হয়েছে সম্ভাব্য হুমকি

Safe Browsing ফিচারটি প্রতিদিন ৫ বিলিয়ন ডিভাইসকে বিভিন্ন প্রতারণামূলক কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখে, যার মধ্যে আপনার ডিভাইসও রয়েছে। ইন্টারনেটকে যাতে সকলের জন্য আরও নিরাপদ করে তোলা যায়, সেই জন্য Apple-এর Safari এবং Mozilla-র Firefox সহ অন্যান্য কোম্পানিকেও তাদের ব্রাউজারে এই প্রযুক্তি আমরা বিনামূল্যে ব্যবহার করতে দিই। তাই আপনি Google-এ এবং তার বাইরে ব্রাউজ করার সময়েও সুরক্ষিত থাকেন।

সহজে ব্যবহার করার মতো গোপনীয়তা সংক্রান্ত টুল
যা আপনাকে দেবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ।

আপনার Google অ্যাকাউন্টে কোন ডেটা সেভ করা হবে তা নিয়ন্ত্রণ করুন

আমরা জানি যে গোপনীয়তার বিষয়ে সকলের প্রয়োজনীয়তা সমান নয়। সেই জন্য আমরা আপনাকে উপযুক্ত গোপনীয়তা সেটিংস বেছে নিতে সাহায্য করি। আপনার ডেটা সেভ করা, মুছে দেওয়া বা অটোমেটিক মুছে দেওয়া সহ আপনি যে কাজটিই করতে চাইবেন, আমাদের কাছে তা করার টুল আছে।

আপনার গোপনীয়তা
দায়িত্বপূর্ণ ডেটা ব্যবহার ও ম্যানেজ করা সংক্রান্ত নীতি দ্বারা সুরক্ষিত।

আপনি প্রতিদিন যেসব প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করেন, সেগুলিকে আরও উপযোগী করে তোলার ক্ষেত্রে ডেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডেটা দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করার ব্যাপারে এবং কঠোর প্রোটোকল ও উদ্ভাবনমূলক গোপনীয়তা সংক্রান্ত প্রযুক্তির সাহায্যে আপনার গোপনীয়তাকে রক্ষা করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অনলাইনে আরও যে যে উপায়ে আমরা
আপনাকে নিরাপদ রাখি, সেগুলি জানুন।