প্রত্যেকের জন্য ইন্টারনেটের
ব্যবহার সুরক্ষিত করতে
ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বাড়ানো হচ্ছে।

আমাদের প্রতিটি তৈরি করা প্রোডাক্ট এবং যাবতীয় সবকিছুর মূলে আছে আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি। আমরা সুরক্ষা প্রযুক্তি তৈরি এবং শেয়ার করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সবথেকে এগিয়ে। আমাদের এই উদ্যোগের জন্য প্রত্যেকের ক্ষেত্রেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বাড়ছে।

আমাদের ব্যবহারকারীদের অনলাইনে আরও সুরক্ষিত রাখতে উদ্ভাবন।

একদিকে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা বদলাচ্ছে অন্যদিকে নতুন নতুন ঝুঁকি দেখা যাচ্ছে বলে, আমাদের সমস্ত প্রোডাক্ট জুড়ে, ঝুঁকির প্রতিটি স্তরে, প্রত্যেক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবন করে চলেছি।

উন্নত সুরক্ষা প্রোগ্রাম

যাদের সবথেকে বেশি প্রয়োজন আছে,
তাদের জন্য Google-এর সবচেয়ে মজবুত নিরাপত্তা

উন্নত সুরক্ষা প্রোগ্রাম হল Google-এর সবথেকে শক্তিশালী অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রির প্রথম ফ্রি প্রোগ্রাম যা ব্যক্তিগত এবং এন্টারপ্রাইজ Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে তৈরি করা হয়েছে। অনলাইনে যাদের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেশি, যেমন নীতি নির্ধারক, ক্যাম্পেন টিম, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং শিল্পপতি এটি তাদের জন্য তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ঝুঁকির বিরুদ্ধে এই প্রোগ্রাম অ্যাকাউন্টকে সর্বাঙ্গীন সুরক্ষিত রাখে এবং প্রতিনিয়ত নতুন নতুন সুরক্ষা যোগ করার জন্য পরিবর্তিত হতে থাকে।

'উন্নত সুরক্ষা' সম্পর্কে জানুন

ডেটা সংগ্রহে সীমাবদ্ধতা

যেসব ব্যক্তিগত তথ্য ব্যবহার ও সেভ করা হয়েছে সেগুলির সীমা নির্দিষ্ট করে দেওয়া

আমরা মনে করি, কোনও প্রোডাক্টে আপনার তথ্য আপনার যতক্ষণ প্রয়োজন এবং আপনাকে সেটি সহায়তা করছে, ততক্ষণ থাকা উচিত। এই ধরনের তথ্যে Maps-এ আপনার পছন্দের জায়গা খোঁজা বা YouTube-এ কী দেখবেন সেই সংক্রান্ত সাজেশনও হতে পারে।

প্রথমবার আপনি লোকেশন ইতিহাস চালু করলে যা ডিফল্ট হিসেবে বন্ধ থাকে, সেটি আপনার অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প ডিফল্ট হিসেবে ১৮ মাসের জন্য সেট করে দেয়। ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প ডিফল্ট হিসেবে আপনার নতুন অ্যাকাউন্টের জন্য ১৮ মাসের জন্য সেট হয়ে যাবে। এর মানে হল, আপনার অ্যাক্টিভিটি সম্পর্কিত ডেটা ১৮ মাস পরে অটোমেটিক এবং টানা মুছে যেতে থাকবে। আপনাকে ম্যানুয়ালি ডেটা মুছতে হবে না। আপনি যেকোনও সময়ে এইসব সেটিংস বন্ধ করতে বা আপনার অটোমেটিক মুছে দিন সেটিং পরিবর্তন করতে পারবেন।

ফোনে দেখানো হচ্ছে কোনও ব্যক্তি "he" টেক্সট করছে কিন্তু Google সাজেশনে "Hey" দেখাচ্ছে

ফেডেরেটেড লার্নিং

কম ডেটা দিয়ে সহায়তাকারী প্রোডাক্ট তৈরি করা

ফেডারেটেড লার্নিং হল ডেটা সংগ্রহে সীমাবদ্ধতা সংক্রান্ত প্রযুক্তি যে ব্যাপারে Google অগ্রদূত। এটি মেশিন লার্নিং (ML) আপনার ডিভাইসে নিয়ে আসবে। এই পদ্ধতিতে ML মডেলকে শেখানোর জন্য বিভিন্ন ডিভাইস থেকে পরিচয় গোপন রেখে তথ্য একত্রিত করা হয়। ফেডারেটেড লার্নিং আপনার ডিভাইসে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব রেখে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সাহায্য করে।

পরিচয় গোপন করা

পরিচয় গোপন করার সাহায্যে গোপনীয়তা সম্পর্কিত সুরক্ষা বাড়ান

আমাদের পরিষেবাকে আপনার জন্য আরও উন্নত করার সাথে সাথে, আপনার ডেটা সুরক্ষিত রাখতে পরিচয় গোপন করার প্রযুক্তি ব্যবহার করি। যেমন, আমরা কয়েক মিলিয়ন ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করি এবং তাদের পরিচয় গোপন রেখে তা একত্রিত করি যাতে কোনও জায়গায় পৌঁছানোর আগে আপনি দেখতে পারেন সেখানে কত ভিড় আছে।

উন্নত Safe Browsing

আপনাকে ব্রাউজ করার সময় সুরক্ষিত রাখা

আগে থেকে থাকা Safe Browsing সুরক্ষার থেকেও উন্নত Safe Browsing আরও বেশি তৎপরতার সাথে আপনার ব্যক্তিগত প্রয়োজন অনুসারে কাজ করে। Chrome-এ উন্নত Safe Browsing চালু করার বিকল্প যারা বেছে নেবেন, ওয়েবে কোনও ঝুঁকি থাকলে এবং Google অ্যাকাউন্টে কোনও আক্রমণ হলে, Google নিজে থেকেই সেটি সম্পূর্ণ যাচাই করে নেবে। এর ফলে, ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য ওয়েব ভিত্তিক ঝুঁকি থেকে বাঁচার জন্য কোনও ব্যক্তিকে ভাল এবং তার ব্যক্তিগত প্রয়োজন অনুসারে তৈরি করা সুরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। উন্নত Safe Browsing সম্পর্কে আরও জানুন।

সহযোগিতার সাহায্যে প্রত্যেককে
অনলাইনে আরও সুরক্ষিত
রাখা।

ওয়েবে সকলে যাতে নিরাপদ থাকে সেটি দেখা আমাদের দায়িত্ব। এটি করার জন্য, আমাদের অনেক প্রযুক্তি ওপেন সোর্স করা হয় এবং বিভিন্ন ডেভেলপার ও সংস্থার জন্য আমাদের রিসোর্স অ্যাক্সেস করার ব্যবস্থা করা হয়

কানেকশন সুরক্ষিত নয় বলে একটি বিজ্ঞপ্তি ফোনে দেখানো হচ্ছে

HTTPS এনক্রিপশন

পুরো ওয়েব জুড়ে সাইট সুরক্ষিত করতে এনক্রিপশন দিয়ে সাহায্য করা হচ্ছে

আমাদের HTTPS এনক্রিপশন করা পরিষেবা ব্যবহার করে আপনি যেকোনও সাইটে সুরক্ষিতভাবে কানেক্ট করতে পারেন এবং সেখানে ক্রেডিট কার্ড নম্বরের মত ব্যক্তিগত তথ্য কারও ইন্টারসেপশন ছাড়াই লিখতে পারেন। আমাদের সাইট ও পরিষেবায় ডিফল্ট হিসাবে যাতে আধুনিক HTTPS দেওয়া যায় সেই জন্য আমরা বিনিয়োগ করতে থাকব এবং ওয়েবে থাকা অন্যরাও যাতে HTTPS এনক্রিপশনের দিকে এগোতে পারে, সে ব্যাপারে সাহায্য করতে সব ডেভেলপারকে আমরা টুল ও রিসোর্স দেব।

ফোনে প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে Google Chrome থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে

Safe Browsing

ওয়েব জুড়ে বিভিন্ন বিপজ্জনক সাইট, অ্যাপ এবং বিজ্ঞাপন থেকে আপনাকে রক্ষা করি

আমরা ম্যালওয়্যার ও ফিশিংয়ের হাত থেকে ওয়েব ব্যবহারকারীকে বাঁচাতে Safe Browsing প্রযুক্তি তৈরি করেছি। ব্যবহারকারী বিপজ্জনক ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করলে এটি সতর্ক করে দেবে। Safe Browsing শুধুমাত্র Chrome ব্যবহারকারীদেরই সুরক্ষিত রাখে না – ইন্টারনেটকে সকলের জন্য নিরাপদ করতে আমরা Apple-এর Safari এবং Mozilla-এর Firefox সহ অন্যান্য কোম্পানিকেও এই প্রযুক্তি তাদের ব্রাউজারে বিনামূল্যে ব্যবহারের সুবিধা দিয়ে থাকি। বর্তমানে, ৪ বিলিয়নেরও বেশি ডিভাইস Safe Browsing-এর সাহায্যে সুরক্ষিত রয়েছে। ওয়েবসাইটে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকলে আমরা সেই ওয়েবসাইটের মালিককে সতর্ক করে দিই এবং তার দ্রুত সমাধানের জন্য সহায়তা করতে তাদের বিনামূল্যে টুল প্রদান করি।

ফোনে Covid-19 পরিসংখ্যানের বিভিন্ন উপস্থাপনা দেখানো হচ্ছে

বিশ্ব সেরা পরিচয় গোপন করা সংক্রান্ত প্রযুক্তি Google-এর COVID-19 কমিউনিটি মবিলিটি রিপোর্টের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত, নিরাপদ এবং গোপনীয় রাখতে পার্থক্যমূলক গোপনীয়তার সুবিধাও ব্যবহার করা হয়।

ওপেন সোর্স গোপনীয়তা সংক্রান্ত প্রযুক্তি

গোপনীয়তা সুরক্ষা এবং তার উন্নত ভার্সন শেয়ার করা হয়

আমাদের অফার করা গোপনীয়তা সুরক্ষা ক্রমশ উন্নত করতে এবং এই উন্নত প্রযুক্তি অন্যদের সাথে শেয়ার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে আমরা পার্থক্যমূলক গোপনীয়তা, ফেডেরেটেড লার্নিং এবং প্রাইভেট জয়েন ও কম্পিউটের মতো পরিচয় গোপন করা ও ডেটা সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করার উন্নত প্রযুক্তিকে ওপেন-সোর্স করি। আমরা মনে করি ওপেন-সোর্স টুলের সাহায্যে এমন ইনসাইট পাওয়া যায় যাতে সকলের লাভ হয়। এটিতে, ব্যক্তিগত গোপনীয়তাও সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হয়।

ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা
আপনার Google অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য অ্যাকাউন্টে সুরক্ষা দেওয়া হয়

ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা, আপনার Google অ্যাকাউন্টের সাথে সেইসব অ্যাপ বা সাইটকেও সুরক্ষিত রাখে যেখানে আপনি Google সাইন-ইন ব্যবহার করে সাইন-ইন করেছেন। অ্যাপ ও সাইট ক্রস-অ্যাকাউন্ট সুরক্ষা ব্যবহার করলে, আমরা নিরাপত্তা সংক্রান্ত ঘটনা যেমন অ্যাকাউন্ট হাইজ্যাকিংয়ের মতো তথ্য পাঠাতে পারি। যাতে তারা আপনার সুরক্ষাও করতে পারেন। আমরা অন্য বড় বড় প্রযুক্তি সংস্থার সাথে এবং স্ট্যান্ডার্ড কমিউনিটির সাথে কাজ করে এই অগ্রণী প্রযুক্তি ডেভেলপ করেছি, যাতে সব অ্যাপে এটি সহজেই ব্যবহার করা যায়।

ভালনারেবিলিটি রিওয়ার্ডস
সুরক্ষা সংক্রান্ত ভালনারেবিলিটি প্রকাশ করার জন্য আমরা ইন্ডাস্ট্রি পার্টনারদের পুরস্কার দিয়ে থাকি

Google-এ কোনও ধরনের ভালনারেবিলিটি শনাক্ত করার জন্য পুরস্কার প্রোগ্রাম শুরু করা হয়েছে। এই প্রোগ্রামে আমাদের পরিষেবাতে ভালনারেবিলিটি শনাক্ত করার জন্য পুরস্কার দেওয়া হয়। Google-এ কাজ করেন না এমন অনেকেই আছেন যারা আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে সাহায্য করেন। তাদের কাজের স্বীকৃতি দিতে রিসার্চ অনুদান এবং ত্রুটি শনাক্ত করা প্রোগ্রামের সাহায্যে প্রতি বছর কয়েক লক্ষ ডলার পুরস্কার হিসেবে দেওয়া হয়। Chrome এবং Android ছাড়াও আমাদের অনেক প্রোডাক্টের জন্য বর্তমানে ভালনারেবিলিটি রিওয়ার্ডস দেওয়া হয়।

যারা স্বতন্ত্রভাবে রিসার্চ করেন তাদের সাথে মিলে কাজ করা ছাড়াও, Google-এর কাছে প্রোজেক্ট জিরো নামে নিজের ইঞ্জিনিয়ারিং টিম আছে। ইন্টারনেটে যেকোনও সময়ে ব্যবহার করা সফ্টওয়্যারের সুরক্ষা সম্পর্কিত কোনও সমস্যা হলে এই টিম সেটি ট্র্যাক করে ঠিক করার কাজ করে।

যাচাইকরণের জন্য স্ট্যান্ডার্ড
আপনাদের সুরক্ষিত রাখতে যাচাইকরণের স্ট্যান্ডার্ড আরও উন্নত করা হয়

অন্যদের সাথে মিলে, ওয়েবে সাইন-ইন এবং যাচাইকরণের সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডার্ড তৈরি করা বা সুবিধা নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় এগিয়ে থাকি। আমরা ইন্ডাস্ট্রির সাথে মিলে কাজ করি এবং ওয়েবের জন্য একই ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করে প্রযুক্তি শেয়ার করি। যেমন, অলাভজনক সংস্থা FIDO Alliance-এর সাথে পার্টনারশিপ করে আমরা ব্যবহারকারী, কোম্পানি এবং তাদের কর্মীদের ব্যবহারের জন্য নতুন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নির্ধারণ ও প্রয়োগ করেছি। এর সাথে প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাক্সেস যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করেছি।

ওপেন-সোর্স সম্পর্কিত সুরক্ষা
ডেভেলপারদের জন্য সুরক্ষা টুল উপলভ্য করানো হয় যাতে তারা সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে

যখন মনে হয় আমাদের সুরক্ষা সংক্রান্ত প্রযুক্তির জন্য অন্যের লাভ হতে পারে তখনই সেটি শেয়ার করা হয়। যেমন, আমরা ডেভেলপারদের Google Cloud Web Security Scanner-এর সুবিধা বিনামূল্যে দিয়ে থাকি, যাতে সুরক্ষা সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে, তারা ওয়েব অ্যাপ্লিকেশন স্ক্যান করে বিশ্লেষণ করতে পারেন। অন্যদের ব্যবহারের জন্য ওপেন-সোর্স প্রোজেক্ট হিসেবে Google-এ ডেভেলপ করা হয়েছে এমন একাধিক সুরক্ষা সম্পর্কিত টুল কন্ট্রিবিউট করা হয়েছে।

Google-এর সুরক্ষা বিশেষজ্ঞ ওয়াশিংটন ডিসির ফেডারেল ট্রাঙ্গেলে গোপনীয়তা ও সুরক্ষা সম্পর্কিত পরামর্শ শেয়ার করেন।

অনলাইন সুরক্ষা সম্পর্কিত প্রশিক্ষণ
সকলের জন্য আরও ভাল সুরক্ষার ব্যবস্থা করতে, আমরা তাদের অনলাইনে সুরক্ষা সম্পর্কিত ট্রেনিং দিই

অনলাইনে কীভাবে সুরক্ষিত থাকবেন সেটি শেখানোর জন্য আমরা পুরো বিশ্বে লোকেদের শিক্ষামূলক কন্টেন্ট, ট্রেনিং এবং টুল উপলভ্য করিয়ে থাকি। প্রতি বছর আমাদের প্রচার টিম শিক্ষাবিদ, ছাত্রছাত্রী, অভিভাবক, বয়স্ক ও দিব্যাঙ্গ সহ ১০০ মিলিয়নেরও বেশি মানুষের কাছে অনলাইন নিরাপত্তা সংক্রান্ত রিসোর্স ও প্রশিক্ষণের ব্যবস্থা পৌঁছে দেন।

প্রোজেক্ট শিল্ড
খবরের ওয়েবসাইট বন্ধ হওয়া আটকানো হয়

প্রোজেক্ট শিল্ড এমন একটি পরিষেবা যা খবর, মানবাধিকার সংগঠন, নির্বাচন সংক্রান্ত সাইট, রাজনৈতিক সংগঠন ও প্রচারকে সুরক্ষা দিতে সাহায্য করার জন্য এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (DDoS)-এর আক্রমণ থেকে প্রার্থীকে বাঁচাতে আমাদের নিরাপত্তা সম্পর্কিত প্রযুক্তি ব্যবহার করে। এইসব আক্রমণে ওয়েবসাইটে অনেক বেশি নকল ট্রাফিক পাঠানো হয়, যাতে সেগুলি কাজ করা বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য নাও পেতে পারেন। ওয়েবসাইটের যেকোনও পরিমাণ ডেটা বা যেকোনও আক্রমণ হোক না কেন, প্রোজেক্ট শিল্ডের পরিষেবা ফ্রিতে ব্যবহার করা যেতে পারে।

ডেটা পোর্টেবিলিটি
ডেটা পোর্টেবিলিটির গোপনীয়তা ও সুরক্ষা উন্নত করার ক্ষেত্রে এগিয়ে

আমরা একটি ওপেন সোর্স ডেটা পোর্টেবিলিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি এবং Apple, Microsoft, Facebook ও Twitter-এর মতো কোম্পানির সাথে সহযোগিতা করা চালিয়ে যাচ্ছি যাতে ওয়েব জুড়ে ব্যবহারকারীরা নিজেদের ডেটা ট্রান্সফার করতে পারে ও সহজেই নতুন অনলাইন পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করতে পারে।

গোপনীয়তা সংক্রান্ত সুরক্ষার জন্য সকলের সাথে কাজ করা
প্রত্যেকের জন্য আরও গোপনীয়ভাবে ওয়েব ব্রাউজ করার সুবিধা তৈরি করা

আমাদের উদ্দেশ্য, একসাথে হয়ে কাজ করার জন্য প্রাইভেসি স্যান্ডবক্স প্রযুক্তির মতো আরও স্পেস তৈরি করা। একইভাবে ওয়েব কমিউনিটির সাথে ওপেন স্ট্যান্ডার্ডে একটি সেট ডেভেলপ করা যা ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত রাখে। এরই সাথে নজরে রাখা হয় ওয়েব জুড়ে ফ্রিতে এবং সহজে অ্যাক্সেস করা যায় এমন কন্টেন্ট যেন উপলভ্য থাকে। আমাদের রিসোর্স এবং প্ল্যাটফর্ম শেয়ার করা হয় যাতে ব্যক্তিগত স্তরে আরও সুরক্ষিতভাবে ওয়েব ব্রাউজ করার অভিজ্ঞতা বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায়।

ভাইরাসে সংক্রমিত ব্যক্তি কতজন মানুষের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বার করা

সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষকে COVID-19-এর সাথে লড়তে
সাহায্য করার পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত রাখা

COVID-19 মহামারীর জন্য সরকারকে সাহায্য করতে, গোপনীয়তা এবং নিরাপত্তা নজরে রেখে তৈরি করা Exposure Notifications System-এর মতো Google এবং Apple যৌথভাবে ভাইরাসে সংক্রমিত ব্যক্তি কতজন মানুষের সংস্পর্শে এসেছেন তা খুঁজে বার করার প্রযুক্তি তৈরি করেছে। আমরা মনে করি, বেশিরভাগ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের সমস্যার সমাধান করা যেতে পারে। এর জন্য, আমরা ডেভেলপার, সরকার এবং সর্বজনীন স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে মিলে কাজ করে চলেছি। এর মধ্যে নজরে রাখা হচ্ছে, ব্যবহারকারীর গোপনীয়তাও যাতে সুরক্ষিত থাকে।

Engineering Center

ভবিষ্যতের অনলাইন নিরাপত্তার জন্য Google Safety Engineering Center কীভাবে কাজ করছে সেই সম্পর্কে জানুন।