আপনার গোপনীয়তা রক্ষা করা
শুরু হয় বিশ্বের
সবচেয়ে আধুনিক নিরাপত্তা দিয়ে।
সব Google প্রোডাক্ট বিশ্বের অন্যতম সবচেয়ে আধুনিক নিরাপত্তা পরিকাঠামো দিয়ে প্রতিনিয়ত সুরক্ষিত থাকে। এই বিল্ট-ইন নিরাপত্তা অনলাইন বিপদ অটোমেটিক শনাক্ত করে ও আটকে দেয়, সুতরাং আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।
সাহায্য করে প্রতিনিয়ত
আপ-টু-ডেট হতে থাকা এই সুরক্ষা সিস্টেম।
এনক্রিপশন
ট্রানজিটের সময় এনক্রিপশন ডেটা গোপন ও নিরাপদ রাখে
এনক্রিপশনের সাহায্যে আমাদের পরিষেবার নিরাপত্তা এবং গোপনীয়তার মান অনেক বেড়ে যায়। আপনি যখন কোনও ইমেল পাঠান, ভিডিও শেয়ার করেন, কোনও ওয়েবসাইটে যান অথবা ফটো স্টোর করেন, আপনার এইসব অ্যাক্টিভিটি থেকে তৈরি হওয়া ডেটা আপনার ডিভাইস, Google পরিষেবা এবং আমাদের ডেটা সেন্টারের মধ্যে ঘোরাফেরা করে। HTTPS এবং Transport Layer Security-র মত উন্নত এনক্রিপশন প্রযুক্তি সহ বহুস্তরীয় নিরাপত্তার সাহায্যে আমরা এই ডেটা সুরক্ষিত রাখি।
নিরাপত্তাজনিত সতর্কতা
তৎপরতার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে
সন্দেহজনক লগ-ইন, ক্ষতিকর ওয়েবসাইট, ফাইল বা অ্যাপের মতো শনাক্ত করা কোনও বিষয় আপনাকে জানানো দরকার বলে আমরা মনে করলে, তৎপরতার সঙ্গে আমরা সেটি আপনাকে জানাই এবং আপনার সুরক্ষা আরও শক্তিশালী করার ব্যাপারে সাহায্য করতে আমরা আপনাকে নির্দেশিকা দিই। যেমন, আপনার সুরক্ষা বিঘ্নিত করতে পারে এমন কোনও অ্যাটাচমেন্ট Gmail থেকে ডাউনলোড করার আগে অথবা আপনার নয় এমন কোনও ডিভাইসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কেউ লগ-ইন করলে আমরা আপনাকে সতর্ক করে দিই। আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু শনাক্ত করলে, আমরা আপনার ইনবক্স বা ফোনে সতর্কবার্তা পাঠাই যাতে একবার ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারেন।
খারাপ বিজ্ঞাপন ব্লক করা
কোনও বিপজ্জনক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন আপনার কাছে যাওযার আগেই ব্লক করে দেওয়া
আপনি যে কন্টেন্টটি দেখতে চাইছেন সেটি ঘিরে থাকা বিজ্ঞাপনটি ম্যালওয়্যার হলে, সেটি ভুয়ো প্রোডাক্ট প্রচার করলে বা আমাদের বিজ্ঞাপন সংক্রান্ত নীতি লঙ্ঘন করলে, আপনার অনলাইন অভিজ্ঞতা প্রভাবিত হতে পারে এবং সুরক্ষা সংকটে পড়তে পারে। আমরা সমস্যাটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। লাইভ পর্যালোচনাকারীদের সাহায্যে এবং উন্নত সফ্টওয়্যারের মাধ্যমে আমরা – প্রতি সেকেন্ডে গড়ে ১০০টি করে – প্রতি বছর কোটি কোটি খারাপ বিজ্ঞাপন ব্লক করি। আপত্তিকর বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ জানানো এবং কী ধরনের বিজ্ঞাপন আপনি দেখবেন সাটা নিয়ন্ত্রণ করার টুলও আপনাকে দিয়ে থাকি। সকলকে ইন্টারনেটে আরও নিরাপদে কাজ করার ব্যাপারে সাহায্য করতে, আমাদের ইনসাইট ও পেশাদার পদ্ধতি সক্রিয়ভাবে প্রকাশ করি।
ক্লাউড নিরাপত্তা
আমাদের ক্লাউড পরিকাঠামো আপনার ডেটা ২৪/৭ সুরক্ষিত রাখে
কাস্টম-ডিজাইন করা ডেটা সেন্টার থেকে শুরু করে বিভিন্ন মহাদেশের মধ্যে ডেটা স্থানান্তরের উদ্দেশ্যে বেসরকারিভাবে সমুদ্রের তলায় পাতা কেবল, সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য ক্লাউড পরিকাঠামো পরিচালনাকারীদের মধ্যে আমরা অন্যতম। আপনার ডেটা সুরক্ষিত ও উপলভ্য রাখতে নিরন্তর নজর রাখা হয়। কোনও কারণে পরিষেবা ভেঙে পড়লে, প্ল্যাটফর্ম পরিষেবা তখনি অটোমেটিক একটি ফেসিলিটি থেকে অন্যটিতে চলে যাবে যাতে কোনও বিঘ্ন ছাড়াই তা চলতে থাকে।
যাচাইকরণ টুল
আপনার সব অনলাইন অ্যাকাউন্টে আরও নিরাপদে সাইন-ইন করার সুবিধা
অনলাইন অ্যাকাউন্টের সাহায্যে গুরুত্বপূর্ণ পরিষেবা আপনার পছন্দমতো দেওয়া হয় কিন্তু তাতে সাইন-ইন করলে আজকের দিনে নিরাপত্তা সংক্রান্ত সবথেকে বড় ঝুঁকিও থাকে। প্রতিদিন ডেটার নিরাপত্তা লঙ্ঘনের জন্য কয়েক লক্ষ পাসওয়ার্ড সর্বজনীনভাবে প্রকাশ হয়ে যাচ্ছে যা আপনার ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে।
আমাদের বিল্ট-ইন যাচাইকরণ টুল আপনার পছন্দের পরিষেবা ও অ্যাপে নিরাপদে এবং দ্রুত সাইন-ইন করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
আপনি প্রতিদিন ব্যবহার করেন।
-
Gmail আপনাকে রক্ষা করে সন্দেহজনক
ইমেল থেকে এবং ঝুঁকির ব্যাপারে আপনাকে সতর্ক করে দেয়বহু ম্যালওয়্যার এও ফিশিং আক্রমণ ইমেলের মাধ্যমে শুরু হয়। স্প্যাম, ফিশিং ও ম্যালওয়্যার আটকাতে, অন্য যেকোনও ইমেল পরিষেবার তুলনায় Gmail আপনাকে বেশি সুরক্ষা দেয়। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে Gmail কোটি কোটি মেসেজের প্যাটার্ন বিশ্লেষণ করে ব্যবহারকারীদের স্প্যাম হিসেবে চিহ্নিত করা ইমেলের বৈশিষ্ট্যগুলি শনাক্ত করে এবং সেই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে ৯৯.৯% সন্দেহজনক ও বিপজ্জনক ইমেল আপনার কাছে পৌঁছানোর আগেই ব্লক করে দেয়।
-
অটোমেটিক ক্রোম আপডেট আপনাকে রক্ষা করে
ম্যালওয়্যার ও বিভ্রান্তিমূলক সাইটের হাত থেকেসবসময়ই নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, তাই Chrome নিয়মিত পরীক্ষা করে, আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছেন সেটি আপ-টু-ডেট আছে কিনা। এতে লেটেস্ট সুরক্ষা সমাধান ও নিরাপত্তা রয়েছে যা ম্যালওয়্যার ও বিভ্রান্তিমূলক সাইটের হাত থেকে রক্ষা করে। এবং এটি অটোমেটিক আপডেট হয়, তাই Chrome-এর নিরাপত্তা প্রযুক্তির সাহায্যে সুরক্ষিত থাকা খুব সহজ।
-
আপনার Android ডিভাইস, অ্যাপ
ও ডেটা Google Play Protect-এর সাহায্যে সুরক্ষিত রাখুনআপনার Android ডিভাইসে বিল্ট-ইন Google Play Protect আপনার ডিভাইস, ডেটা ও অ্যাপ সুরক্ষিত রাখতে সবার অলক্ষ্যে সবসময় কাজ করে চলে। প্রতিদিন আমরা Android ফোন অটোমেটিক স্ক্যান করে সেটিকে ক্ষতিকর অ্যাপের হাত থেকে রক্ষা করে যাওয়ার ফলে, মোবাইল ডিভাইসকে বিপদের হাত থেকে সুরক্ষা দেওয়ার নিরিখে Google Play Protect এখন বিশ্বের সবচেয়ে বেশি নিয়োজিত পরিষেবা।
আমরা যেসব ব্যবস্থা নিয়ে থাকি সেই সম্পর্কে আরও জানুন।
-
গোপনীয়তা নিয়ন্ত্রণআপনার জন্য সঠিক গোপনীয়তা সেটিংস বেছে নিন।
-
ডেটা ব্যবহার ও ম্যানেজ করাআমরা দায়িত্বের সাথে ডেটা ব্যবহার ও ম্যানেজ করে আপনার গোপনীয়তা কীভাবে সুরক্ষিত রাখি সেই সম্পর্কে আরও জানুন।
-
নিরাপত্তা সংক্রান্ত পরামর্শঅনলাইনে নিরাপদে থাকতে দ্রুত পরামর্শ ও পেশাদার পদ্ধতি দেখুন।
-
বিজ্ঞাপন এবং ডেটাআমাদের প্ল্যাটফর্মে আপনি যেসব বিজ্ঞাপন দেখেন সেগুলি সম্পর্কে আরও জানুন।