আপনার গোপনীয়তা রক্ষা করে
দায়িত্ব সহকারে ডেটা ব্যবহার ও ম্যানেজ করা।

আপনি প্রতিদিন যেসব প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করেন সেগুলি আরও সহায়ক করে তোলার ব্যাপারে ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কঠোর প্রোটোকল ও উদ্ভাবনী গোপনীয়তা প্রযুক্তির সাহায্যে দায়িত্ব সহকারে ডেটা ব্যবহার ও রক্ষা করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

ডেটা সংগ্রহে সীমাবদ্ধতা

যেসব ব্যক্তিগত তথ্য ব্যবহার ও সেভ করা হয়েছে সেগুলির সীমা নির্দিষ্ট করে দেওয়া

আমরা মনে করি, কোনও প্রোডাক্ট ততক্ষণ পর্যন্ত আপনার তথ্য রাখতে পারে যতক্ষণ সেটি রাখার প্রয়োজন আছে এবং আপনার ক্ষেত্রে সেটি সহায়ক থাকছে – তা সে Maps-এ আপনার পছন্দের বেড়ানোর জায়গা খোঁজাই হোক বা এরপরে YouTube-এ কী দেখবেন সেই সংক্রান্ত সাজেশনই হোক।

প্রথম যখন আপনি লোকেশন ইতিহাস চালু করবেন – যেটি সাধারণত বন্ধ থাকে – আপনার অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প নিজে থেকে ১৮ মাসের জন্য সেট হয়ে যাবে। নতুন অ্যাকাউন্টে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে দেওয়ার বিকল্পও নিজে থেকে ১৮ মাসের জন্য সেট হয়ে যাবে। এর অর্থ হল, অ্যাক্টিভিটি সংক্রান্ত ডেটা আপনার মুছে দেওয়ার জন্য রেখে না দিয়ে, ১৮ মাস পর থেকে অটোমেটিক এবং নিরন্তর মুছে যেতে থাকবে। আপনি সবসময় এইসব সেটিংস বন্ধ রাখতে পারেন অথবা যেকোনও সময় অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প পরিবর্তন করতে পারেন।

অ্যাক্সেস ব্লক করা

আমরা কখনও আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং এতে যার অ্যাক্সেস আছে, তার উপরে আপনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিই

তৃতীয় পক্ষের হাত থেকে আপনার ডেটা রক্ষা করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে জন্যই আপনার ব্যক্তিগত তথ্য কখনও কাউকে বিক্রি না করার ব্যাপারে আমাদের নীতি কঠোর। আপনি আমাদের না বলা পর্যন্ত, আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন তথ্য, যেমন আপনার নাম বা ইমেল, আমরা বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করি না। যেমন, যদি আপনি আশেপাশের ফুলের দোকানের বিজ্ঞাপন দেখে "ট্যাপ টু কল" বোতামটি বেছে নেন, তাহলে আমরা আপনার কলটি কানেক্ট করব এবং সেক্ষেত্রে আপনার ফোন নম্বর ফুলের দোকানের সাথে শেয়ার করা হতে পারে। আপনি Android ডিভাইস ব্যবহার করলে, বিশেষ ধরনের ডেটা – যেমন আপনার ফটো, পরিচিতি অথবা লোকেশন ব্যবহার করার ক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপগুলিকে আপনার কাছে অনুমতি নিতে হবে।

গোপনীয়তা সংক্রান্ত উদ্ভাবন

গোপনীয়তা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করে

আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছি যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে আবার আমাদের প্রোডাক্ট ব্যবহার করতেও কোনও অসুবিধা না হয়।

ফেডারেটেড লার্নিং হল ডেটা সংগ্রহে সীমাবদ্ধতা সংক্রান্ত প্রযুক্তি যে ব্যাপারে Google অগ্রদূত। মেশিন লার্নিং মডেলে ফেডারেটেড লার্নিং ব্যবহার করে আমরা আপনার ডিভাইসে অনেক সহায়ক ফিচার যোগ করেছি, যেমন ধরুন ওয়ার্ড প্রেডিকশন। এই নতুন কর্মকৌশল আপনার ব্যক্তিগত তথ্য আপনার ডিভাইসে সুরক্ষিত রাখার পাশাপাশি, আপনার গোপনীয়তা বজায় রেখে আমাদের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।

আমরা আপনার ডেটা সুরক্ষিত রাখতে পরিচয় গোপন রাখা সংক্রান্ত অগ্রণী প্রযুক্তি ব্যবহার করি তবে আবার আমাদের পরিষেবা আপনার কাছে আরও ভালো করে তুলি। যেমন, আমরা কোটি কোটি ব্যবহারকারীর ডেটা একত্রিত করে, পরিচয় গোপন রেখে, বিকল্প রুটের সাজেশন দিই যাতে আপনি আরও দ্রুত বাড়ি পৌঁছাতে পারেন।

Maps-এ ব্যস্ত জায়গা দেখানোর মতো ফিচার অফার করার ক্ষেত্রে, আমরা পরিচয় গোপন রাখা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করি যার নাম পার্থক্যমূলক গোপনীয়তা, যেখানে আপনার তথ্যের উপরে নয়েজ যোগ করা হয় বলে এটি ব্যবহার করে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না।

গোপনীয়তা সংক্রান্ত রিভিউ

প্রতিটি প্রোডাক্ট ডেভেলপ করার ক্ষেত্রে
কঠোর গোপনীয়তা প্রোটোকল মেনে চলা হয়

প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রতিটি স্তরে নীতি নির্দেশিকার কঠোর মান বজায় রেখে আমরা যেভাবে প্রোডাক্ট তৈরি করি, সেখানে গোপনীয়তাই আমাদের মূল বিষয়। প্রতিটি প্রোডাক্ট ও ফিচার গোপনীয়তার এইসব মান মেনে চলে, যেগুলি সর্বাঙ্গীন গোপনীয়তা সংক্রান্ত রিভিউর মাধ্যমে প্রয়োগ করা হয়। আরও জানুন আমাদের গোপনীয়তা নীতি সম্পর্কে।

ডেটার স্বচ্ছতা

এটি আপনার ডেটা দেখা ও মোছা সহজ করছে

আপনি কীভাবে আমাদের প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করবেন সেটা ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই এটি আপনার উপরে নির্ভর করছে। কোন ডেটা সেভ করবেন, শেয়ার করবেন বা মুছবেন আপনাকে সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সহায়তা করতে, কোন ডেটা সংগ্রহ করা হচ্ছে এবং কেন তা আমরা সহজেই বুঝিয়ে দিচ্ছি।

যেমন, আপনি যেসব Google প্রোডাক্ট ব্যবহার করেন ও আপনার ইমেল ও ফটোর মতো যা কিছু জিনিস স্টোর করেন, এক নজরে Dashboard-এ সেসব দেখে নিতে পারবেন। এবং সমস্ত Google পরিষেবায় আপনার অ্যাক্টিভিটি থেকে সংগ্রহ করা ডেটা, যার মধ্যে রয়েছে আপনি যা সার্চ করেছেন ও দেখেছেন, আমার অ্যাক্টিভিটি দিয়ে সেগুলি সহজে দেখা অথবা মোছা যাবে।

ডেটা পোর্টেবিলিটি

নিজের ডেটা সাথে রাখার ব্যাপারে আপনাকে আরও ক্ষমতা দিচ্ছি

আমাদের সাথে শেয়ার করা কন্টেন্ট প্রত্যেক ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারবেন – যেকোনও সময়, যেকোনও প্রয়োজনে। সেজন্যই আমরা "আপনার ডেটা ডাউনলোড করুন" বিকল্প তৈরি করেছি – যাতে আপনি ফটো, ইমেল, পরিচিতি ও বুকমার্ক ডাউনলোড করতে পারেন। নিজের ডেটা কপি করবেন, ব্যাক-আপ রাখবেন নাকি অন্য কোনও পরিষেবায় সরাবেন, এটা আপনার ব্যাপার।

আপনার Google Account-এ সেভ করে রাখা ডেটার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। এখান থেকে আরও জানুন।

আমরা প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন
মেনে চলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ

আমরা সব সময়ই প্রযোজ্য গোপনীয়তা সংক্রান্ত আইন মেনে কাজ করে থাকি। বছরের পর বছর ধরে আমরা সারা বিশ্বের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের সাথে কাজ করে আসছি এবং এমন কঠোর গোপনীয়তা রক্ষা নীতি প্রয়োগ করছি যেখানে তাদের নির্দেশিকা প্রতিফলিত হচ্ছে। এবং আমাদের সিস্টেম ও নীতি আপগ্রেড করে সারা বিশ্বের গোপনীয়তা সংক্রান্ত আইন প্রয়োগ করার জন্য আমরা উল্লেখযোগ্য বিনিয়োগ করে চলেছি।

আরও জানুন
আরও কতভাবে আপনাকে
অনলাইনে সুরক্ষিত রাখি দেখুন।