আপনার ডিজিটাল জীবন
Pixel সুরক্ষিত রাখে।

আপনার ডিজিটাল জীবনের কেন্দ্রবিন্দুতে আপনার ফোন থাকে, অর্থাৎ সবচেয়ে ব্যক্তিগত ও গোপনীয় তথ্যের অনেক কিছুই সেখানে সেভ করা থাকে। তাই, নিরাপত্তা ও গোপনীয়তার কথা মাথায় রেখে Pixel ডিজাইন করা হয়েছে।

pixel-main-image
যেসব পদ্ধতিতে Pixel
আপনার ডেটা নিরাপদে রাখে।

ডিজাইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা

ভিতরে ও বাইরে একাধিক লেভেলের নিরাপত্তার মাধ্যমে আপনার ডেটা সুরক্ষিত আছে।

যাচাইকরণ

শুধু আপনিই যাতে আপনার ফোন অ্যাক্সেস করতে পারেন সেটি যাচাইকরণের মাধ্যমে নিশ্চিত করা হয়।

Pixel ইন্টেলিজেন্স

অন-ডিভাইস ইন্টেলিজেন্স আপনার ডেটা আরও নিরাপদে রাখতে সাহায্য করে।

সুরক্ষা ও নিয়ন্ত্রণ

আপনি যা ডাউনলোড, শেয়ার বা ব্রাউজ করেন সেটির জন্য সহজে ব্যবহার করা যায় এমন গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং আগাম নিরাপত্তা।

ডিজাইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা

আমরা Pixel-এর হার্ডওয়্যার ও সফ্টওয়্যার এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনার ফোন ও ডেটা গোপন, নিরাপদ ও সুরক্ষিত রাখতে সেগুলি একসাথে কাজ করে।

Titan™ M চিপ

Titan™ M চিপ

বিশেষ করে আপনার সবচেয়ে সংবেদনশীল ডেটা সুরক্ষিত রাখতে এন্টারপ্রাইজ-গ্রেড Titan M চিপ তৈরি করা হয়েছে। Google Cloud ডেটা সেন্টার সুরক্ষিত রাখতে আমরা যে চিপ ব্যবহার করি সেটি থেকেই এই চিপ তৈরি করা হয়েছে। এটি পাসকোড সুরক্ষা, এনক্রিপশন ও অ্যাপে নিরাপদ ট্রানজ্যাকশনের মতো সবচেয়ে সংবেদনশীল প্রসেস ও তথ্য ম্যানেজ করে।

যাচাইকরণ

Pixel-এর বিল্ট-ইন যাচাইকরণ ব্যবস্থা অন্য কাউকে আপনার ফোন অ্যাক্সেস করতে বাধা দেয়।

Pixel আনলক করা

Pixel আনলক করা

আপনার ফোন সহজে, দ্রুত এবং নিরাপদে আনলক করতে পারা উচিত। Pixel 4a-র Pixel Imprint ফিচার শুধু আপনিই যাতে আপনার ফোন অ্যাক্সেস করতে পারেন তা নিশ্চিত করে। এটির সাহায্যে আপনার পছন্দের অ্যাপে আপনি নিরাপদে পেমেন্ট করতে পারেন। আপনার আঙুলের ছাপের ডেটা নিরাপদে সেভ করা থাকে এবং ফোনের বাইরে কোথাও পাঠানো হয় না।

Pixel 4-এর 'ফেস আনলক' ফিচার মুখ শনাক্তকরণের টেকনোলজি ব্যবহার করে যেটি আপনার ফোনেই প্রসেস করা হয়। তাই, আপনার ফেস ডেটা কখনও ক্লাউডে আপলোড করা হয় না বা অন্য পরিষেবার সাথে শেয়ার করা হয় না। মুখের ছবি কখনও সেভ করা বা রেখে দেওয়া হয় না। আপনার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে, আনলক করার জন্য ব্যবহৃত ফেস ডেটা Pixel-এর Titan M সিকিউরিটি চিপে নিরাপদে সেভ করা থাকে এবং ফোন বা অপারেটিং সিস্টেমের বাকি অংশ থেকে সেটি অ্যাক্সেস করা যায় না।

Pixel ইন্টেলিজেন্স

AI ও অন-ডিভাইস মেশিন লার্নিংয়ে উন্নতি Pixel-কে আরও উপযোগী করে তোলে এবং আপনার অধিকাংশ ডেটার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে।

এখন চলছে

এখন চলছে

আপনার আশেপাশে মিউজিক বাজছে কিনা সেটি Pixel 'এখন চলছে' ফিচারের মাধ্যমে বুঝতে পারে। আপনার Pixel-এ সব প্রসেসিং করা হয়, এটি মিউজিক শনাক্তকরণের অন্যান্য পরিষেবার মতো নয়। কোনও মিউজিক চালানো হলে, আপনার ফোন সেটির মাত্র কয়েক সেকেন্ড নিয়ে অন-ডিভাইস মিউজিক ডেটাবেসের সাথে তুলনা করে সেটিকে দ্রুত শনাক্ত করে – এগুলি করার জন্য অডিও ফোন থেকে অন্য কোথাও পাঠানো হয় না। 'এখন চলছে' দ্রুত কাজ করে এবং তথ্য গোপন রাখে।

Pixel 4-এ 'এখন চলছে' ফিচার ফেডারেটেড অ্যানালিটিক্স নামের গোপনীয়তা বজায় রাখে এমন টেকনোলজি ব্যবহার করে। এটি কোনও অঞ্চলের সব Pixel ফোন কোন মিউজিক সবচেয়ে বেশি শনাক্ত করে তা খুঁজে বের করে, কিন্তু সেটি করার সময় কোনও নির্দিষ্ট ফোনে কী গান শোনা হয়েছে তা প্রকাশ করে না। এই একত্রিত ডেটা থেকে লোকজনের কোন মিউজিক শোনার সম্ভাবনা সবচেয়ে বেশি তা বুঝে এটি অন-ডিভাইস মিউজিক ডেটাবেসে সেই মিউজিক যোগ করে। আপনি কী শুনছেন তা Google কখনও জানতে পারে না। আরও জানুন

সুরক্ষা ও নিয়ন্ত্রণ

Pixel আপনার ডেটা সুরক্ষিত রাখার জন্য আগে থেকেই ধাপ গ্রহণ করে এবং আপনি যা শেয়ার করেন সেটির উপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ প্রদান করে।

Google Play Protect

Google Play Protect

Google Play Store-এ প্রতিটি অ্যাপ অনুমোদন করার আগে সেটি নিরাপদ কিনা তা খুব ভালভাবে পরীক্ষা করে দেখা হয়। আপনার ডিভাইস, ডেটা ও অ্যাপ সুরক্ষিত রাখতে আমাদের মেশিন লার্নিং সিস্টেম নাগাড়ে পর্দার পিছন থেকে প্রতিদিন সর্বাধিক ১০০ বিলিয়ন অ্যাপ স্ক্যান করে। আপনি কোথা থেকে অ্যাপ ডাউনলোড করছেন এর উপর নির্ভর না করেই সেটি ডাউনলোড করার আগে, ডাউনলোড চলাকালীন ও তারপরে অ্যাপ স্ক্যান করে। আরও জানুন

Pixel ফোন
Google Store থেকে
Pixel কিনুন।
আমরা কীভাবে প্রতিটি প্রোডাক্ট নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করি
তা জানুন।